‘ঐক্যবদ্ধ বাংলাদেশ, ছড়াবে না বিদ্বেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে হিন্দু, মুসলিম, খ্রিষ্টানদের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার মন্দির চত্বরে পঙ্কজ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। আমরা এখানে যারা বসবাস করি, সকলে আমরা ভাই ভাই। নিজের স্বার্থে রাজনীতি নয়, দেশের স্বার্থে রাজনীতি করতে হবে। আমরা যারা বসবাস করছি আমাদের সকলের সম্প্রতি বজায় রেখে বসবাস করতে হবে। কোন রকমের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এসময় বিএনপি'র নেতা মো. মান্নান হাওলাদার, মো. বাবুল হোসেন রনি, মো. আবু হোসেন পনি, মো. রুস্তুম শেখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]