শহীদ নূর হোসেন স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর প্রেসক্লাব থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে মিছিলটি।
১০ নভেম্বর, রবিবার বিকালে ব্যানার নিয়ে তারা মিছিলে অংশ নেন। নূর হোসেন দিবসে উপলক্ষ্যে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ।
অপরদিকে তাদের প্রতিহত করতে সকাল থেকেই পুরো গুলিস্তান এলাকা দখল করে রেখেছিল বিএনপি ও অঙ্গসংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর মাঝে সারাদিন জিরো পয়েন্টের আশেপাশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে বিকেল ৪টার দিকে মতিঝিল বিআরটিসি বাস ডিপোর পাশ থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ও বাড্ডা থানা আওয়ামী লীগের ব্যানার নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিলে যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের উল্টো পাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্টের দিকে অগ্রসর হলে পথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ায় তারা নূর হোসেন চত্বরে পৌঁছাতে পারেননি। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
তবে এই বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মিছিলে নেতৃত্ব দেন সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোছাইন, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এসএম আব্দুর রহিম, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, উপ-মানবসম্পদ বিষয়ক সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সভাপতি রুহুল আমিন, সাবেক সহসভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ, যুবনেতা গোলাম সাদমানি জনি, যুবনেতা আশরাফুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা তারিকুল ইসলাম, রাজিব বিশ্বাস।
এসময় আনোয়ার, আমির, এনামুল হক প্রিন্স, শাহরিয়ার কবির বিদ্যুৎ, কপিলসহ আরও কয়েকজন আহত হন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]