শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসময় অংশ নেন।
রোববার (১০নভেম্বর) বেলা ১১টায় জিরো পয়েন্টের শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানান তারা। এসময় তারা এক মিনিট নিরবতাও পালন করেন।
রাশেদ খান বলেন, আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের প্রেত্মাতারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। শ্রদ্ধা জানানোর পরে আমরা আওয়ামী লীগের কার্যালয় সামনে মিছিল করবো, দেখতে চাই কোথায় আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা আওয়ামী লীগের প্রেতাত্মাদের ধরে ধরে জেলে ঢুকানোর ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে, অন্যান্য বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]