ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ফের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ছাড়পত্র দেন চিকিৎসক।
এর আগে, সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় রিমান্ডে থাকা অবস্থায় ডিবি কার্যালয় অসুস্থ হয়ে পড়েন নৌপরিবহন মন্ত্রী। পরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। আজ দুপুরের দিকে চিকিৎসা শেষে তাকে আবার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]