দেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ ও বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) শুভেচ্ছা জানিয়েছে।
১০ অক্টোবর, বৃহস্পতিবার জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে এই শুভেচ্ছাবার্তা প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, দুর্গাপূজার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও শত শত বছর ধরে দুর্গাপূজা ধর্ম নির্বিশেষে সকল বাঙালি ও আদিবাসীদের কাছে সর্বজনীন শারদীয় উৎসবে পরিণত হয়েছে। এটি সকল বাঙালি ও আদিবাসীদের জন্য আনন্দ বয়ে আনে।
জাসদের বিবৃতিতে আরও বলা হয়, মানব জাতির শত্রু অশুভ শক্তিকে নির্মূল করে মানব জাতির জন্য কল্যাণ মঙ্গল প্রতিষ্ঠায় দুর্গাপূজার মূল ধর্মীয় চেতনা। জাতির বৃহত্তর মঙ্গল ও কল্যাণের পরিবর্তে জাতিকে বিভক্তকারী সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, সন্ত্রাসবাদী শক্তি, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী শক্তি অশান্তির শক্তিসহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির ঐক্যবদ্ধ লড়াই ও সংগ্রাম বজায় রাখার মধ্যেই দুর্গাপূজা ও শারদীয় উৎসবের চেতনা ও তাৎপর্য নিহিত আছে।
এছাড়া আরও বলা হয়, যে কোনো ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ আসাটাই সেই দেশ, রাষ্ট্র, সমাজের জন্য লজ্জার বিষয়।
বিবৃতিতে ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশ সবার- এই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালিত করার জন্য সকল শুভবুদ্ধিসম্পন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]