রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
শনিবার (৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মন্ডলের ছেলে জিহাদ মনডল (১৯), মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা থানার সরিষা ইউনিয়নে শনিবার ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটার গান, ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সজলের নামে ইতোপূর্বে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী আসামীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছে।
বিবার্তা/মিঠুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]