বাংলাদেশে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলা: সজীব ওয়াজেদ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:৪১
বাংলাদেশে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলা: সজীব ওয়াজেদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারা দেশে বিএনপি ও জামায়াত-শিবির ‘সন্ত্রাসী হামলা চালিয়েছে’ বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।


রবিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বেশ কিছু হামলার কথা তুলে ধরে বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত বাংলাদেশ সরকার যে এসব সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখোমুখি হচ্ছে, তাতে নজর দেওয়া।


তিনি বলেছেন, ‘সারা দেশে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। তাদের লক্ষ্যবস্তু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ মানুষ।’


তিনি লিখেছেন, ‘সরকার পতনের গণতন্ত্রবিরোধী লক্ষ্যে সন্ত্রাসীরা নিম্নলিখিত হামলাগুলো চালিয়েছে— কুমিল্লা ও সিরাজগঞ্জে অন্তত ১৪ জন পুলিশ সদস্যকে হত্যা এবং বহুজনকে আহত করা হয়েছে। আওয়ামী লীগের ১৯ জন নেতা নিহত হয়েছেন এবং আওয়ামী লীগ কার্যালয়গুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে। বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি আক্রমণ ও লুটপাট করা হয়েছে। রংপুরে হিন্দু নেতা ও স্থানীয় কাউন্সিলর হরাধন রায়কে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জে স্থানীয় সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিককে হত্যা এবং বেশ কয়েকজন সাংবাদিককে আক্রমণ করা হয়েছে। বরিশাল, খুলনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও কার্যালয়ে আক্রমণ, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে।


এটি পূর্ণাঙ্গ তালিকা নয় উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘আরও হত্যাকাণ্ড ও ধ্বংসের তথ্য আসছে, যা পরবর্তী সময়ে শেয়ার করা হবে। এটি কোনও রাজনৈতিক ঘটনা নয়। অপরাধীরা ছাত্র নয়, তারা সন্ত্রাসী এবং তাদের প্রতিহত করতে হবে। দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনার একপেশে চিত্র তুলে ধরছে।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com