শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই: এডভোকেট সানজিদা খানম এমপি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ২০:৩৫
শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই: এডভোকেট সানজিদা খানম এমপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি বলেন, বাংলার দুঃখী মানুষের শেষ ভরসা জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এই ১৫ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। তিনি বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের মডেল বানিয়েছেন। যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না, যারা ’৭১ এর ঘাতক, ’৭৫ এ বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, ১৯ বার চেষ্টা করেছে বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করার জন্য- কিন্তু বার বার ব্যর্থ হয়েছে, সেই অপশক্তিই ব্যর্থ হয়ে আজকে এই সহিংসতায় নেমেছে ছাত্রদের উপর ভর করেছে।


তিনি বলেন, এই অপশক্তি যত চেষ্টায় করুক বেঁচে থাকতে শেখ হাসিনার গায়ে আঁচড় লাগতে দেব না। ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’


৪ আগস্ট, রবিবার ঢাকা-৪ নির্বাচনি এলাকার বিক্রমপুর প্লাজার সামনে নেতা-কর্মীদের নিয়ে অবস্থানকালে এসব কথা বলেন তিনি।



হুইপ বলেন, ছাত্রদের কাঁধে ভর দিয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। এই অপশক্তি পেছন থেকে ছুরি মারে। তারা পিছনের দরজা দিয়ে জোরপূর্বক ক্ষমতায় আসতে চায়, বন্দুক ঠেকিয়ে, হত্যা করে ক্ষমতায় আসতে চায়, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এটা নির্বাচিত সরকার, উন্নয়নের সরকার- এই সরকারকে ফেলে দেওয়া এত সহজ নয়।


ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়ে এডভোকেট সানজিদা খানম বলেন, আপনারা অপশক্তির বিরুদ্ধে ঢাল হবেন না। আমি বিশ্বাস করি এই অপশক্তির কথায় মাঠে নেমে সাধারণ মানুষের ক্ষতি আপনারা করবেন না, রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি করবেন না। জাতির পিতার কন্যা শান্তি চান, তার দলের কর্মী হিসেবে আমি বলতে চাই, ঢাকা-৪ নির্বাচনি এলাকার মানুষও শান্তি চায়। এই শান্তি যারা বিনষ্ট করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে। তাদেরকে শান্তি বিনষ্ট করতে দেওয়া হবে না।


তিনি আরো বলেন, সাধারণ ছাত্রদের সকল দাবি পূরণ করা হয়েছে, এরপরে তাদের আর দাবি থাকতে পারে না। আপনাদের যদি আরো দাবি থাকে তাহলে আপনারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছে যান। তিনি শান্তিতে বিশ্বাস করেন, আপনাদের দাবি-দাওয়া পেশ করুন, বঙ্গবন্ধুকন্যা আপনাদের সকল দাবি পূরণ করবে। তার বাইরে গিয়ে কোনো অপশক্তিকে সুযোগ করে দিবেন না। যতটুকু সুযোগ দিয়েছেন- ততটুকুর মধ্যে অনেক প্রাণহানি ঘটে গেছে।


এমপি বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে খুলে দিবে, কিন্তু সেই পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি সরকারের একার দায়িত্ব নয়, সবাই মিলে পরিবেশ তৈরি করতে হবে। দল-মত নির্বিশেষে স্বাধীনতার সপক্ষে যারা আছেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।



সকল হত্যার বিচার চাই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে, পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? আমরা বিশ্বাস করি, সাধারণ ছাত্ররা এই ঘটনা ঘটাতে পারে না। আমাদের ধারণা স্পষ্ট, ১৫ বছর ধরে যারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়- তারাই এই ঘটনা ঘটিয়েছে। বিএনপি-জামাতের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে, সরকারি স্থাপনা ধ্বংস করছে, সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করছে।


এই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য ঢাকা-৪ নির্বাচনি এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে এডভোকেট সানজিদা খানম বলেন, আমরা প্রথমদিন থেকে মাঠে ছিলাম। এই এলাকায় কোনো অশান্তি হয়নি, কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। ঢাকা-৪ এ স্বাধীনতা বিরোধীদের কোনো জায়গা নেই। আপনারা চোখ কান খোলা রাখবেন, সজাগ থাকবেন। আমরা কোনো কিছুতেই ভয় পাই না। আপনারা মাঠে ছিলেন, মাঠে আছেন, আমিও আপনাদের সাথে মাঠেই থাকব।


এসময় উপস্থিত ছিলেন, কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন, কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম খান, কদমতলী থানা আওয়ামী লীগ নেতা এসএম আমিনুর রহমান, নুরুল আমিন নুরু, বাবু মাস্টার, জয়নাল আবেদীন, ঝুনু মেম্বার, রেজাউজ্জামান লিটন, মো. মাসুদ রানা, কানিজ ফাতেমা রিক্তা, ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহিদুল ইসলাম সাগর, ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি বাতেন তালুকদার, ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি নাজমুল হাসান পিংকু, ৫৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি তোয়াসিন আহমে্দ মান্না, ৫৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল হোসেন, শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি ইসলাম, কদমতলী থানা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শ্যামপুর থানা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শেখ ইসলাম শাকিল, শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মাইন।


এছাড়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এইচআর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com