শিরোনাম
বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১৩:৫৮
বরিশাল মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কী কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো তার কারণ জানা যায়নি।


বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নতুন কাউকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়নি।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহানগরের নতুন কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।


এর আগে ২০২২ সালের ২১ জানুয়ারি মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব করে ৪২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।


বিবার্তা/মাসুম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com