জাতীয় পতাকার অন্যতম নকশাকার
শিব নারায়ণ দাশের মৃত্যুতে জাসদের শোক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ১৮:৩১
শিব নারায়ণ দাশের মৃত্যুতে জাসদের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বিবৃতিতে জাতীয়তাবাদী সংগ্রাম—স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্র যোদ্ধা, জাতীয় পতাকার অন্যতম নকশাকার, বীর মুক্তিযোদ্ধা, জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা শিবনারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার—স্বজন—সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।


তারা শিবনারায়ণ দাশের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্রলীগের একজন নেতা হিসাবে ৬০দশকে বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামকে স্বাধীনতা সংগ্রামে উন্নীত করতে যে সকল অগ্রযোদ্ধা হিসাবে দু:সাহসী ভূমিকা পালন করেছেন তাদের অন্যতম ছিলেন শিব নারায়ণ দাশ। যে পতাকা উঁচিয়ে স্বাধীনতা সংগ্রাম মহান মুক্তিযুদ্ধে উন্নীত হয়েছিল সেই স্বাধীনতার পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাশ।


স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নের বিরোধে স্বাধীন বাংলাদেশে যখন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিরোধী দল হিসাবে জাসদ গঠিত হলে শিব নারায়ণ দাশ জাসদ রাজনীতির একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাসদ কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন দায়িত্বে থেকে জাসদ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


তিনি জীবনের শেষ প্রান্তে জাসদের সাংগঠনিক দায়িত্বে না থাকলেও জাসদের নেতা—কর্মীদের খোঁজখবর রাখতেন, সাধ্যমতো সাহায্য করতেন। তারা বলেন, বাঙালি জাতি ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি শিব নারায়ণ দাশ যে ঐতিহাসিক অবদান রেখেছেন, সমাজ প্রগতির আন্দোলনে যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি জাসদের নেতাকর্মীদের কাছে চিরদিন প্রেরণার উৎস হিসাবে থাকবেন।


শিব নারায়ণ দাশ আজ ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার সকাল ৯:২৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউ—২তে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।


শিব নারায়ণ দাশের মৃত্যুর সংবাদে জাসদ নেতৃবৃন্দ বিএসএমএমইউতে:
শিব নারায়ণ দাশের মৃত্যুর সংবাদ পেয়ে শেষবারের মত দেখতে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএম এমইউ)তে ছুটে যান। এ সময় উপস্থিত হউন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, সহ—সভাপতি আফরোজা হক রীনা, যুগ্ম—সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান, ঢাকা মহানগর দক্ষিণ যুব জোটের সভাপতি আলাউদ্দিন খোকন প্রমুখসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


শ্রদ্ধা নিবেদন ও শেষকৃত্য:
আগামীকাল ২০ এপ্রিল ২০২৪ শনিবার, সকাল ১০.০০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে শিব নারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি নেয়া হয়েছে। জাতীয় পতাকার অন্যতম নকশাকার, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের চক্ষু সন্ধানীতে দান করেছেন, পরিবার তার শরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করেছেন।


আজ তার মরদেহ বারডেমের মরচ্যুয়ারিতে রাখা হবে। আগামীকাল ২০ এপ্রিল ২০২৪ শনিবার সকাল ১০.০০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ঢাকা জেলা প্রশাসন থেকে “গার্ড অব অনার” প্রদান শেষে জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। বেলা ১২.০০টায় কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা, কুমিল্লায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন করবে বিকেল ৪:৩০টায়। কুমিল্লায় শ্রদ্ধা নিবেদন শেষে শিব নারায়ণ দাসের মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে।


বিবার্তা/সউদ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com