পাহাড় অশান্ত করে তোলা সরকারের নতুন খেলা: মঈন খান
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১৪:১৬
পাহাড় অশান্ত করে তোলা সরকারের নতুন খেলা: মঈন খান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে পাহাড় অশান্ত করে তোলা ক্ষমতাসীনদের নতুন খেলা বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।


৯ এপ্রিল, মঙ্গলবার সদ্য কারামুক্ত বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।


মঈন খান বলেন, বান্দরবানে চলমান ঘটনাবলী সরকারের নতুন খেলা। সরকার নিজের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে পাহাড়কে অশান্ত করে তুলেছে।


এসময় আইএসের (ইসলামিক স্টেট) মতো কুকি চিনের হামলার ঘটনাও সরকারের সাজানো নাটক বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।


মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে এমন অভিযোগ হচ্ছে সরকারের মিথাচার। বিএনপি নয়, বরং আওয়ামী লীগই গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com