নিরাপত্তার খোঁড়া অজুহাত তুলে পুলিশী নিষেধাজ্ঞা
বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁট করায় জাসদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১৬:৫৫
বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁট করায় জাসদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে নিরাপত্তার খোঁড়া অজুহাত তুলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে কাটছাঁট করার পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।


তারা বলেন, ইসলামী জলসার নামে সারারাত বাংলাদেশের সংবিধান বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী, নারীবিদ্বেষী অশ্লীল ভাষণ চলে তখন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চোখে ঠুলি, কানে তুলো গুঁজে বসে থাকে।


তারা বলেন, পহেলা বৈশাখসহ বাঙালি জাতির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, পালা, পর্বণ উদযাপনে নিরাপত্তার অজুহাত দিয়ে সীমিত করা, বন্ধ করার মধ্যে পাকিস্তানপন্থার রাজনীতি লুকিয়ে আছে।


তারা সরকারের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক মোল্লাদের তোয়াজ-তোষণ করার ভ্রান্ত নীতি পরিহার করুন। জাসদ নেতৃদ্বয়, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের অনুষ্ঠান কাটছাঁটের নিষেজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com