স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা নেতৃত্বে থাকলে দেশ উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে। তবে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
২৪ ফেব্রুয়ারি, শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফোবানা মিট অ্যান্ড গ্রেট অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তাজুল ইসলাম আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে চলেছে। তবে আজকের বাংলাদেশের উন্নয়ন বিশ্বের অন্যদের কাছেও রোল মডেল। এ কারণে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও বাংলাদেশকে দেখে শিখতে বলেছিলেন।
এ সময় স্লোগানে ও মিটিং-মিছিলে ‘জিন্দাবাদ’ শব্দের ব্যবহার নিয়েও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, জিন্দাবাদ স্লোগানে পাকিস্তানিরা বাঙালিদের ওপর নির্যাতন করেছে, নারীদের ওপর নির্যাতন করেছে। সঠিক ইতিহাস সবার জানা দরকার।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]