অত্যাচার নির্যাতন চিরজীবন চলবে না: নজরুল ইসলাম খান
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০
অত্যাচার নির্যাতন চিরজীবন চলবে না: নজরুল ইসলাম খান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পরিবর্তন প্রয়োজন। অত্যাচার নির্যাতন চিরজীবন চলবে না। তাহলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হতো না। নির্যাতনের বিচার একদিন হবেই।


২৩ ফেব্রুয়ারি, শুক্রবার রাজধানীর গোপীবাগে কারাগারে নিহত বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।


নজরুল ইসলাম বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির যারা নির্যাতন, গুম, খুন ও শহিদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।


তিনি আরও বলেন, পরিবারের ছোট ছেলে বুলবুলকে অন্যায়ভাবে গ্রেফতার করে থানায় নিয়ে অত্যাচার করা হয়েছে। তারপর জেলে নিয়ে গেছে, সে চরম অসুস্থ ছিল, হার্ট ও কিডনির সমস্যা ছিল। হাসপাতালে নেওয়ার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছে কারা কর্তৃপক্ষ। তারপরও তার সুচিকিৎসা হয়নি।


তিনি বলেন, এটাকে অপমৃত্যু বলব, এটা হত্যাকাণ্ড, এর বিচার চাই। নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিচার দেশে একদিন হবেই।


বিএনপির কর্মসূচির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন সময়ের দাবিতে বিভিন্ন রকমের হয়ে থাকে। অনেক আন্দোলনে বিএনপি বিজয়ী হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলনেও বিএনপি জয়ী হয়েছে, ১/১১এর সময়েও বিএনপি ছাড় দেয়নি। গণতন্ত্র ফিরে আসবে। বিএনপি আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।


আওয়ামী লীগের কোন কথায় বিএনপি গুরুত্ব দেয় না জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, জোট করে বিএনপি আন্দোলন করছে না, করছে যুগপৎভাবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com