
ফেনী-১ আসনে বিপুল ভোটের ব্যাবধানে জয়ের পথে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন নাসিম।
সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, ১১৫টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। এরমধ্যে নৌকা প্রতীকে আলাউদ্দিন নাসিম পেয়েছেন ৪১৭০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮৯৯ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৫৯ হাজার।
রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার জানিয়েছেন, ফেনী-১ আসনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। এ আসনে ৪৯.৩ শতাংশ ভোট কালেকশন হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশন এবং নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলাউদ্দিন নাসিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করেছেন।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]