২৫ আসনে বাদ পড়লেন নৌকার যেসব প্রার্থী
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৬
২৫ আসনে বাদ পড়লেন নৌকার যেসব প্রার্থী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে ২৫ টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী দিয়েছিল দলটি। জাতীয় পার্টিকে ছাড় দেয়া ২৫টি আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।


১৭ ডিসেম্বর, রবিবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ কথা জানান।


বিপ্লব বড়ুয়া বলেন, আমরা ২৯৮ আসনে প্রার্থী দিয়েছিলাম। এর মধ্যে যাচাই বাছাইয়ে ৫ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এখন বৈধ আছে ২৯৩টি। এছাড়া জাতীয় পার্টিকে ২৬ আসনে ও শরিক দলকে ৬টি আসনে ছাড় দেয়া হয়েছে।


বাদ পড়া ২৫টি আসনে নৌকার প্রার্থী ছিলেন- ঠাকুরগাঁও-৩ আসনে ইমদাদুল হক, নীলফামারী-৩ গোলাম মোস্তফা, নীলফামারী-৪ জাকির হোসেন বাবুল, রংপুর-১ রেজাউল করিম রাজু, রংপুর ৩ তুষার কান্তি মন্ডল, কুড়িগ্রাম-১ আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম- ২ জাফর আলী, গাইবান্ধা-১ আফরুজা বারী, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান রাজু, সাতক্ষীরা-২ আসাদুজ্জামান বাবু, পটুয়াখালী-১ আফজাল হোসেন, বরিশাল-৩ সরদার মো. খালেদ হোসেন, পিরোজপুর-৩ আশরাফুর রহমান, ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আব্দুছ ছাত্তার, কিশোরগঞ্জ-৩ নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ আব্দুস সালাম, ঢাকা-১৮ হাবিব হাসান, হবিগঞ্জ-১ ডা. মুশফিক হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ মাহজাহান আলম, ফেনী-৩ আবুল বাশার, চট্টগ্রাম-৫ মোহাম্মদ আব্দুস সালাম ও চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ।


নারায়ণগঞ্জ-৫ আসনটিও জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com