জাতীয় পার্টিকে যে ২৬ টি আসনে ছাড় দিলো আওয়ামী লীগ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:২২
জাতীয় পার্টিকে যে ২৬ টি আসনে ছাড় দিলো আওয়ামী লীগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।


তিনি জানান, জাতীয় পার্টি ও শরিক দলের জন্য ৩২ টি আসন ছাড় দেয়া হয়েছে। এসব আসন থেকে আওয়ামী লীগে মনোনীত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন।


২৬টি আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, নীলফামারী-৩ রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, রংপুর-১ হোসেন মুকুল শাহরিয়ার, রংপুর ৩ জি এম কাদের, কুড়িগ্রাম-১ এ কে এম মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম- ২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্না, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশরাফুুজ্জামান, পটুয়াখালী-১ এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গুলাম কিবরিয়া টিপু, পিরোজপুর-৩ মুশরেকুল আজম রবি, ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, মানিকগঞ্জ-১ জহুরুল আলম রুবেল, ঢাকা-১৮ শরিফা কাদের, হবিগঞ্জ-১ মো. আব্দুল মনিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ মো. সোলাইমান আলম শেঠ ও নারায়ণগঞ্জ-৫ সেলিম ওসমান।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com