চট্টগ্রামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ২৩:১৮
চট্টগ্রামে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের জামালখান চত্ত্বরে ‘তারুণ্যের সমাবেশে’র নামে স্বাধীনতা ও দেশবিরোধী, খুনি-সন্ত্রাসীদের আঁতুড় ঘর; যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসী বাহিনী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ম্যুরাল, ছবি ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে বঙ্গবন্ধু এভিনিউয়ে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ।


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশের তরুণ সমাজ-যুব সমাজের নষ্টের মূলে ছিলেন জিয়াউর রহমান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে তরুণ সমাজ ও যুব সমাজকে অবৈধ টাকা দিয়ে, অবৈধ অস্ত্র দিয়ে, মাদক-হিরোইন দিয়ে ধ্বংস করেছিলেন জিয়াউর রহমান। তারই প্রেতাত্মা এই যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের খুনি-সন্ত্রাসী বাহিনী।


তিনি আরো বলেন, জিয়াউর রহমান যেমন তরুণ সমাজকে, যুব সমাজকে ধ্বংস করেছিলেন ঠিক একইভাবে খুনি তারেক রহমান আবারও যুব সমাজকে ধ্বংস করছে। তারুণ্যের সমাবেশের নামে খুনি, সন্ত্রাসী, চাঁদবাজ, মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, হিরোইনখোর, গাঁজাখোর দিয়ে সমাবেশ করছে। যার কারণে বিকারগ্রস্ত ঐ যুবদল-ছাত্রদল সন্ত্রাসীদের কাছে দেশের স্বাধীনতার কোন মূল্য নাই, মুক্তিযুদ্ধের কোন মূল্য নাই, যিনি এদেশকে স্বাধীন করলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ নাই। এরা সন্ত্রাসী, এরা দেশবিরোধী। তাদেরকে প্রতিহত করার সময় এসেছে।


যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি অনুরোধ করবো-চট্টগ্রামে তারুণ্যের সমাবেশের নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ছবি নিয়ে তৈরি ম্যুরাল যারা ভাংচুর করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।


তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। এরা কখনও ভাল হবে না। ওরা চট্টগ্রামে ভাংচুর করেছে। ওরা অন্যান্য বিভাগেও একই তাণ্ডব চালাবে। যদি এই সকল খুনি সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, তাহলে বিএনপি-জামায়াত যেখানেই কর্মসূচি দিবে আমরা যুবলীগ সেখানেই কর্মসূচি দিতে বাধ্য হব। যুবদল-ছাত্রদলের সন্ত্রাসীরা যেখানে ভাংচুর আর সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে আমরা সেখানে রাজপথেই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবো।


এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, ড. সাজ্জাদ হায়দার লিটন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-আন্তর্জাতিক সম্পাদক মো. সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, মো. আতাউর রহমান উজ্জ্বল, মো. মাইদুল ইসলাম, জামিল আহমেদ, মো. আবদুর রহমান জীবন, মো. আরিফুল ইসলাম, মো. আলমগীর হোসেন শাহ জয়, মো. বাবলুর রহমান বাবলু, এ কে এম মুক্তাদির রহমান শিমুল, আহতাসামুল হাসান ভূইয়া রুমি সহ অন্যান্য নেৃতৃবন্দ।


এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।


বিবার্তা/সোহেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com