নেতা-কর্মী ছাড়া জনগণ বিএনপির সাথে নেই: কাদের
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১
নেতা-কর্মী ছাড়া জনগণ বিএনপির সাথে নেই: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দলের নেতা-কর্মী ছাড়া জনগণ বিএনপির সাথে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


তিনি বলেন, বিএনপির আন্দোলনের দৈর্ঘ্য কম প্রস্থ বেড়ে যাচ্ছে।


বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবড়ী চৌরাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি ঘোমটা পরা রাজনীতি। বিএনপি নির্বাচনে না ঘিয়ে ঘোমটা পরে রাজনীতি করছে।


মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, উপ-নির্বাচন সুষ্ঠু হয়েছে। গণতন্ত্রের বিজয় হয়েছে।


বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সরকারকে লাল কার্ড দেখানোর পরিবর্তে পদযাত্রায় কেন নামলেন। বিএনপি'র কর্মসূচি গরম থেকে নরম হচ্ছে। সরকার ভয় পায়নি বিএনপি নিজেরাই ভয় পেয়েছে।


সরকার শান্তি সমাবেশ শুরু করেছে করে যাবে বলেও মন্তব্য করেন তিনি।


এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি জনগণকে বার বার ধোকা দিয়েছে তাদেরকে আর জনগণ বিশ্বাস করে না। নির্বাচনকে বানচালের ব্যার্থ চেষ্টা করে কোন লাভ হবে না। আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করে একাত্তরের ঘাতকদের বিতাড়িত করবে। আমাদের একটাই লক্ষ্য, সরকার ও বিরোধী দল দুটি থাকবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, বিএনপির লক্ষ্য দেশকে অস্থিতিশীল করে ক্ষমতা দখল করা। তারা কখনোই জনগনের ভোটের সমর্থন আর পাবে না। তাই আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।


বিএনপির আন্দোলনের খেলা ১০ ডিসেম্বরের পরই শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন।


শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।


বিবার্তা/সোহেল/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com