প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ১২:৪২
প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের গণঅবস্থান কর্মসূচি আজ। ঢাকাসহ দশটি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে গণঅবস্থান পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। তবে নির্দিষ্ট সময়ের আধাঘণ্টা পরে গণঅবস্থান করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের।


বুধবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত সময় সকাল সাড়ে ১১টা থেকে গণঅবস্থান নেয়ার থাকলেও তাদের অবস্থান দেখা যায়নি সাড়ে ১১টা পেরোলেও। পরবর্তীতে ১১টা ৪০ মিনিটে তারা মিছিল নিয়ে অবস্থান নেন।


গণতন্ত্র মঞ্চে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ গণসংহতি আন্দোলন সাতটি দলের অবস্থান করার কথা থাকলেও এখনও পর্যন্ত অবস্থান নিয়েছেন মাত্র তিনটি দল।


অনুষ্ঠানে সভাপতি করছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এবং সঞ্চালনা করছেন ইমরান ইমন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব। এছাড়া উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অন্যান্য নেতাকর্মীরা।


বিবার্তা/কিরণ/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com