নুরের গ্রেফতার দাবিতে থানায় অভিযোগ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭
নুরের গ্রেফতার দাবিতে থানায় অভিযোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লাখ লাখ ফিলিস্তানী মুসলিমদের হত্যাকারী ইহুদী রাষ্ট্র ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সাথে গোপনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অপরাধের অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য-সচিব নুরুল হক নুরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।


রবিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন শেষে শাহবাগ থানায় নুরুল হক নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দিয়েছে সংগঠনটি।


সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এদিন বিকাল ৩টায় শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করেন।


এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, ভাস্কর্য শিল্পী রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ প্রমুখ নেতৃবৃন্দ।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, লাখ লাখ ফিলিস্তানী মুসলিমদের হত্যাকারী ইহুদী রাষ্ট্র ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সাথে গোপনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অপরাধে গণঅধিকার পরিষদের সদস্য-সচিব নুরুল হক নুরকে অবিলম্ব ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।



সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, রাজাকারের বাচ্চাদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এদের বিষদাঁত উপড়ে ফেলবে মুক্তিযুদ্ধ মঞ্চ। পাকিস্তানের দালাল নুরুল হক নুরের আস্তানা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে এদের সবাইকে ধরে ধরে পাকিস্তানে পাঠাতে হবে। এরা দেশ ও জাতির শত্রু। মুসলিমদের হত্যাকারী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে এ ধরনের রাষ্ট্রদ্রোহী বৈঠকের পরেও নুরকে এখনো কেন ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে আনা হচ্ছে না? দেশের সংবিধান ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার অপরাধে নুরুল হক নুরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্রেফতার না করলে নুরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।


সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার বলেন, বীর মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়নি। নুর তুমি সাবধান হয়ে যাও। বীর মুক্তিযোদ্ধারা রাস্তায় নামলে তুমি পালানোর পথ খুঁজে পাবেনা।


বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল (বিচ্ছু জালাল) বলেন, নুরা গংদের মধ্যে নূন্যতম দেশপ্রেম নাই। এরা দেশ ও জাতির শত্রু। মুসলিম হত্যাকারী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন বৈঠকের মাধ্যমে নুর তার ইসলাম বিরোধী চরিত্র জাতির সামনে উন্মোচিত করেছে।


সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য বলেন, বিকাশ অধিকার পরিষদের নেতা নুরা পাগলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছিল। ধান্দাবাজি করাই এদের মূল উদ্দেশ্য।


বিবার্তা/রাসেল/এসএফ






সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com