
শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
২৭ নভেম্বর, রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ টিএসসি চত্বরে শহীদ ডা. মিলনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অপর্ন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে এসময় কেন্দ্রীয় ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ ঐতিহাসিক শহীদ ডা. মিলন দিবস।১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বৈরশাসকের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। তাঁর রক্ত দানের মধ্যে দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতির সঞ্চার হয় এবং ছাত্র গণঅভ্যূত্থানের মধ্যে দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে।
বিবার্তা/সোহেল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]