শিরোনাম
১১টি প্রগতীশীল-গণতান্ত্রিক ছাত্র সংগঠনের ১৮ জন সাবেক ছাত্রনেতার বিবৃতি
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ২০:২৫
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান
প্রিন্ট অ-অ+

১১ টি প্রগতীশীল ছাত্র সংগঠনের ১৮ জন সাবেক ছাত্রনেতা সোমবার ( ১৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ধর্মান্ধ জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক সুপরিকল্পিতভাবে গুজব রটিয়ে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, গাজীপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের দুর্গাপুজা মন্ডপ, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ী-ঘরে হামলা-লুট-অগ্নিসংযোগ এবং হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ রাষ্ট্র বিরোধী এই সাম্প্রদায়িক অপশক্তি সরকারের দুর্বলতা ও ব্যর্থতার সুযোগে পরিকল্পিতভাবে একের পর এক সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে।


কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লা ও ভোলাসহ সব এলাকাতেই একই পদ্ধতিতে গুজব রটিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি এবং দেশে নৈরাজ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে।


বিবৃতিতে নেতৃবৃন্দ, নির্বাচনে ভোটের হিসেব মাথায় রেখে রাজনৈতিক অংক না কষে সামাজিক অশান্তির হোতা সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলায় রাজনৈতিক ও সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একইসাথে কোন দল, ধর্ম না দেখে প্রকৃত অপরাধীদের চিহ্নিত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা, সেটা খুঁজে দেখার পাশাপাশি হামলার ঘটনা চলাকালীন সময়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি আছে কিনা, তাও খতিয়ে দেখার দাবি জানান।


একইসাথে ভবিষ্যতে যেন এধরনের আর কোন সাম্প্রদায়িক হামলা না ঘটে সেই লক্ষ্যে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান। নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেকোন সন্ত্রাসী তৎপরতা রুখে দেয়ার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের উদাত্ত আহবান জানান।


বিবৃতি দাতা ছাত্রনেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী লিটন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মনির উদ্দীন পাপ্পু, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, সমাজবাদী ছাত্র জোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক এড. শুভাশিস সমাদ্দার শুভ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমূখ।


বিবার্তা/ইমরান



সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com