শিরোনাম
দেশে দুর্বিসহ পরিস্থিতি চলছে: সালাম
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮
দেশে দুর্বিসহ পরিস্থিতি চলছে: সালাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, জনগণ আজ নিজ দেশে অবহেলিত। করোনার কারণে অর্থনৈতিক ও মানসিকভাবে পর্যুদস্ত। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির নতুন ভাইরাসে আক্রান্ত। সবকিছু মিলে একটা দুর্বিসহ পরিস্থিতি চলছে।


মঙ্গলবার নয়াপল্টন্থ মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় তিনি একথা বলেন।


সালাম বলেন, সরকারদলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও অনিয়মের কারণে দ্রবমূল্য স্মরণকালের ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। সরকার একে একে জনগণের ভোটাধিকার, কথা বলার অধিকার, সভা-সমাবেশ ও প্রতিবাদ করার সমস্ত পথ বন্ধ করে দিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। আজ সময় এসেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার, বিক্ষুব্ধ জনতার ঐক্যবদ্ধ মিছিলের স্রোতে ভেসে যাবে ফ্যাসিবাদের অশুভ চক্র।


এসময় নগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, জনগণের অধিকার আদায়ের কর্মসূচিতে দলমত নির্বিশেষে শ্রেণিপেশার সর্বস্তরের জনগণকে এক কাতারে সামিল হতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রতিরোধেই সকল জুলুম নির্যাতনের অবসান হবে।


সভায় মহানগরীর যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/আরকে


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com