জগদলপুরে ভারতীয় নায়গ্রা
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৯:৫৯
জগদলপুরে ভারতীয় নায়গ্রা
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের জগদলপুরের একদম পশ্চিমে চিত্রকূট জলপ্রপাতে। ৩৮ কিলোমিটার দূরে ইন্দ্রবতী নদীতে অবস্থিত চিত্রকূট জলপ্রপাত।


ইন্দ্রবতী নদী ঘোড়ার খুড়ের মতো আকারের সংকীর্ণ পথ পেরিয়ে এসে ৯৫ ফুট উচ্চতা থেকে উলম্বভাবে পড়েছে নিচে। জলপ্রপাতের সৌন্দর্যের কারণেই চিত্রকূট ভারতের নায়গ্রা বলা হয়।


বর্ষাকালেই এই ‘ভারতীয় নায়গ্রা’র ভয়াবহ রূপ দেখা দেয়। তবে অক্টোবরে বেড়াতে গেলেও নিরাশ হবেন না। চিত্রকূট থেকে ২৫ কিলোমিটার দূরত্বে আছে চিত্রধারা। চিত্রধারা জলপ্রপাতকে ‘মিনি তীর্থগড়’ও বলা হয়। এছাড়া এখানে দেখে নিতে পারেন বস্তার প্রাসাদ, দলপত সাগর, অ্যানথ্রোপলজিক্যাল মিউজিয়াম ইত্যাদি।


জগদলপুর থেকে ৩০ কিলোমিটার দূরত্বে রয়েছে তীর্থগড় জলপ্রপাত। কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এই জলপ্রপাত। তারই ৬ কিলোমিটার দূরে রয়েছে কটোমসর গুহা। অক্টোবরে এখানে গেলে রয়েছে জঙ্গল সাফারির সুযোগ। জগদলপুরের পশ্চিমে, ৪৪ কিলোমিটার দূরে আছে মেন্দ্রী ঘুমার জলপ্রপাত।


‘দ্য ফগ ভ্যালি’ উপত্যকার কোলে ৭০ মিটার উঁচু দিয়ে লাফিয়ে পড়ছে জল। এছাড়া আরও প্রায় ৫০ কিলোমিটার গেলে দেখতে পারেন তামার ঘুমার জলপ্রপাত। এখানেও নদীর জল ১০০ ফুট উচ্চতা থেকে পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়ছে উপত্যকার উপর।


এছাড়া সেখানে আছে বিজাকাশা, টোপার, মান্ডওয়া নামে একাধিক জলপ্রপাত। সবগুলোই পাহাড় উপর, জঙ্গলের মধ্যে অবস্থিত। জলপ্রপাত ছাড়াও কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যানের মধ্যে আছে কয়েকটি গুহা। সেগুলো জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকে।


বর্ষা চলে গেলেই আবার সেখানে পর্যটকদের ভিড় জমতে শুরু করে। কোটুমসার, দণ্ডক, কৈলাশ, মাদারকোন্টার মতো একাধিক গুহা আছে এই অঞ্চলে। এছাড়া ঘুরে দেখতে পারেন দান্তেশ্বরী ও বালাজির মন্দির।


হাওড়া থেকে কোরাপুট এক্সপ্রেসে চড়ে সোজা জগদলপুর পৌঁছে যেতে পারেন। এছাড়া বিশাখাপত্তনম হয়ে কিরনডুল প্যাসেঞ্জারেও জগদলপুর স্টেশনে নামা যায়। চাইলে রায়পুর থেকেও গাড়িতে জগদলপুর পৌঁছে যেতে পারেন।


জগদলপুরের বাজারের কাছে একাধিক হোটেল পেয়ে যাবেন। এছাড়া দান্তেশ্বরী মন্দির, বস্তার প্যালেস, দলপত সাগরের আশেপাশে অনেক থাকার জায়গা আছে। সেখানেও রাত কাটাতে পারেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com