রমজানে কুয়াকাটার পর্যটনে ভাটা
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ১১:৩০
রমজানে কুয়াকাটার পর্যটনে ভাটা
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সূর্যোদয় ও সূর্যাস্তের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে বছরের সবসময়ই কমবেশি পর্যটক থাকে। কিন্তু এবার রমজানের প্রথম দিন থেকেই পর্যটনা ভাটা পড়েছে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত।


গত সপ্তাহে সৈকতের সবগুলো পয়েন্ট ঘুরে দেখা যায়, রমজানের প্রথম দিন থেকে এখন পর্যন্ত পর্যটক শূন্য রয়েছে এ সৈকত।


পর্যটক না থাকায় সৈকতে থাকা ছাতা, বেঞ্চ গুছিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। অন্যান্য ব্যবসায়ীরাও তাদের স্টলগুলো বন্ধ রেখেছেন পর্যটক না থাকায়। তবে কিছু দোকানি সকালে দোকান খুলে বসলেও সন্ধ্যার আগেই বন্ধ করে দেন।


শুধু শুঁটকি, ছাতা, বেঞ্চ বা ঝিনুক ব্যবসায়ীরাই নয় পর্যটন কেন্দ্রের অন্যতম অনুষঙ্গ হোটেল ব্যবসায়ীরা পাচ্ছেন না রুম বুকিং দেওয়ার মতো পর্যটক।


তবে তাদের আশা রমজানের প্রথম দিকে পর্যটক না পেলেও শেষের দিকে কিছু পর্যটক পেতে পারেন।


ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম বলেন, রমজান মাসের প্রথম দিকে পর্যটক তুলনামূলক অনেকটাই কম থাকে বর্তমানেও তার ব্যতিক্রম ঘটেনি। আসলে রমজান মাসে সব সময়ই পর্যটকদের চাপ কম থাকে। ঈদের পরে পর্যটকদের ঢল নামবে কুয়াকাটায় বলে আমরা মনে করছি।


ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ডিউটি অফিসার এসএই আতাউর রহমান জানান, বর্তমানে কুয়াকাটায় তেমন কোনো পর্যটকের ভিড় নেই কিন্তু আমাদের টহল টিম এখনও সৈকতে দায়িত্ব পালন করছে। শুধু সৈকতেই নয় কুয়াকাটার সকল দর্শনীয় স্থানগুলোতে আমাদের টিম দায়িত্ব পালন করছে। তবে রমজানের শেষের দিকে পর্যটন বাড়বে বলে মনে করছি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com