
রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করেছে বেসরকারি এয়ারলাইনস নভোএয়ার।
নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী থেকে ছেড়ে কক্সবাজারে ফ্লাইট পৌঁছাবে দুপুর ১২টায়। আর কক্সবাজার থেকে প্রতি সপ্তাহে রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহীতে বিকেল ৫টা ৫মিনিটে পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯০০ নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজারে পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ অফারও ঘোষণা করেছে নভোএয়ার। কর্তৃপক্ষ জানায়, অফার পেতে দুই জনের রাজশাহী থেকে কক্সবাজারের রিটার্ন টিকেট কিনতে হবে। এতে মিলবে কক্সবাজারে নির্ধারিত হোটেলে ৩ রাত বিনামূল্যে থাকার সুবিধা রয়েছে।
ভ্রমণপিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৭টি হোটেলের সঙ্গে চুক্তি করেছে। সেগুলো হলো হোটেল দ্যা কক্স টুডে, সিগাল হোটেল, লং বিচ হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি টেরেস হোটেল, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং হোটেল সি প্যালেস।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]