শিরোনাম
আন্দোলনকারীদের ঘরে ফেরার আহবান মীম-করিমের মা-বাবার
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ২২:১৫
আন্দোলনকারীদের ঘরে ফেরার আহবান মীম-করিমের মা-বাবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নয় দফা দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদেরকে ঘরে ফেরার আহবান জানিয়েছেন বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর মা-বাবা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার অনুদান পাওয়ার পর তারা বলেছেন, ‘সবার কাছে অনুরোধ, আমাদের যার যার সন্তান, তাদের সবাইকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে যাই।’


দুপুরে দিয়া খানম মীমের বাবা জাহাঙ্গীর আলম এবং আবদুল করীম রাজীবের মা মনোয়ারা বেগমসহ অন্য স্বজনরা প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে তারা বলেন, প্রধানমন্ত্রী তাদেরকে সান্ত্বনার পাশাপাশি ও দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন আর এতে তারা সন্তুষ্ট।


জাহাঙ্গীর আলম বলেন, ‘আন্দোলনরত ছাত্রদের আমি বলবে, ‘বাবারা তোমরা যারা রাস্তায় কষ্ট করছ, তোমরা ঘরে ফিরে যাও। আমরা শক্ত বিচার পামু আশা করি, প্রধানমন্ত্রী নিজের কথা, স্বরাষ্ট্রমন্ত্রী সেও আমার বাসায় গেছে, সেও বলছে, কেউ এটা চাপায়ে রাখতে পারবে না। সত্য একটা এটার বিচার হবে আশা করি। বিচারটা হয়ে গেলে দেশের মানুষ শান্তি পারে।’


রাজীবের মা মনোয়ারা বেগম বলেন, ‘সবাই আমার সন্তানের জন্য রাস্তায় নেমেছে। সবই হয়ে গেছে। এখন তোমরা যে যার ঘরে উঠে যাও। তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা ঘরে ফিরে যাও।’



কান্নাজড়িত কণ্ঠে মহিমা বেগমের পাশে থাকা করিমের বোন বলেন, “প্রধানমন্ত্রী আমাদের সান্ত্বনা দিয়েছেন। আমরা স্যাটিসফাই হয়েছি। তোমরাও স্যাটিসফাই হও। আমরা দোয়া করি, তোমরাও দোয়া কর তোমাদের বন্ধুদের জন্য। সবাই ঘরে ফিরে যাও।’


বিবার্তা/হাসান/কামরুল


<<মিম ও করিমের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com