শিরোনাম
অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৬:২৮
অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার আহবান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন সংবাদের বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবারএ আহবান জানানো হয়।


এতে বলা হয়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু কুচক্রিমহল বিভিন্ন নিউজ পোর্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্য ও বানোয়াট সংবাদ করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ওইসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।



বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে। এই সব সংবাদের কোনো ভিত্তি নেই। এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com