শিরোনাম
শেষবারের মত ফের হজ নিবন্ধনের সময় বাড়লো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫
শেষবারের মত ফের হজ নিবন্ধনের সময় বাড়লো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শেষবারের মতো আরও ৮ দিন বাড়ানো হয়েছে হজযাত্রী নিবন্ধনের সময়। আগামী বছর হজে যেতে ২৬ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। এ নিয়ে কয়েক দফা নিবন্ধনের সময় বাড়ানো হলো।


১৭ ডিসেম্বর, মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ৩ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজযাত্রীকে বিশেষভাবে অনুরোধ করা হলো।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ বিবেচনায় হজ এজেন্সি এবং হজযাত্রীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে উক্ত সময় বৃদ্ধি করা হলো। তবে এরপর আর কোনো সময় বৃদ্ধি সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, গত ২৮ নভেম্বর কাঙ্ক্ষিত হজযাত্রী নিবন্ধন না করায় ১৫দিন সময় বাড়ানো হয়েছিল।


বিবার্তা/এনএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com