ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (ডিইউটিএ)-এর কার্যালয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
ডিইউটিএ সদস্যদের মতে, রাত ১০টার দিকে ২০-৩০ জনের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রবেশ করে। ক্লাবে ঢুকে হামলাকারীরা কর্তব্যরত পিয়নকে ডিউটিএ অফিসের দরজা খুলতে জোর করে। পরে তারা সম্মাননা বোর্ডসহ ডিউটিএ অফিসে ভাঙচুর করে।
ডিইউটিএর সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞানের অধ্যাপক ডা. জিনাত হুদা বলেন, অপরাধীরা ক্লাবে প্রবেশের সময় অফিসের স্টাফ ও পিয়নদের মারধর করে এবং হুমকি দেয়। এমনকি তারা শিক্ষকদের হুমকি দিয়ে বলেছিল যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শিক্ষকদের কোনো অনুষ্ঠান আয়োজন করতে বাধা দেবে। এর ফলে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান করতে পারিনি।
ডা. জিনাত হুদা বলেন, এটি দুর্ভাগ্যজনক যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিসকে রক্ষা করতে এবং শিক্ষক সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সমগ্র শিক্ষক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে, কোনো নির্দিষ্ট গোষ্ঠী, বিভাগ বা উপদল নয়।
হামলাকারীদের কেউ শনাক্ত হয়েছে কিনা জানতে চাইলে অধ্যাপক জিনাত বলেন, আমরা এখনও বিষয়টি তদন্ত করছি। আমরা ইতিমধ্যেই ঢাবি ক্লাব ও এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাটি জানিয়েছি। আমরা উপাচার্য ও প্রক্টর অফিসকেও জানিয়েছি।
ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ভিসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]