প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, সরকার অবাধ ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে ‘বড় ধরনের সংস্কার করতে’ প্রতিশ্রুতিবদ্ধ।
৮ ডিসেম্বর, রবিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ ও বিশ্বব্যাংকের উপদেষ্টা এবং ইউএনডিপির সাবেক প্রধান লর্ড মার্ক ম্যালক-ব্রাউন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে তাকে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই-আগস্ট মাসের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মূল বিষয় ছিল ‘সংস্কার’।
অন্তর্বর্তী সরকার ‘সংস্কার প্রক্রিয়ার সহায়তাকারী’ হিসেবে ভূমিকা পালন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
ইউনূস বলেন, এরই মধ্যে সরকার ১৫টি সংস্কার কমিশন গঠন করেছে, যা একসময় শেখ হাসিনার আমলে ‘ক্ষতিগ্রস্ত’ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ‘পুনর্গঠনের জন্য’ কাজ করছে।
সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে ভোটের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে পরের ৯০ দিনের মধ্যে করতে হবে।
তবে অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে। শুরুর দিকে বিএনপি সরকারকে সময় দেওয়ার কথা বললেও এখন নির্বাচন চাইছে, অন্তত নির্বাচন কবে হবে, সে বিষয়ে ঘোষণার দেওয়ার দাবিও জানাচ্ছেন নেতারা।
এর মধ্যে শনিবার ঢাকার গুলশানের একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএসের চার দিনের সেমিনারে শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার দেখা যাবে। তিনি এও বলেন, “এটা আমার ব্যক্তিগত মতামত, জানি না আসলে কী হবে।’’
পরের দিন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়ে এক প্রশ্নে বলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। …প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোন ঘোষণা আসেনি।প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয় ঘোষণা আসবে।”
নির্বাচন প্রশ্নে কবে ঘোষণা আসতে পারে- এই প্রশ্নে তিনি বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।
লর্ড মার্ক ম্যালক-ব্রাউন ও মুহাম্মদ ইউনূসের মধ্যে সাক্ষাতের বিষয়ে বিজ্ঞপ্তিতে লেখা হয়, একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করায় মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান সাবেক ব্রিটিশ মন্ত্রী। বলেছেন, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার জন্য তিনি সহযোগিতা করতে আগ্রহী।
প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান, উন্নয়ন সংক্রান্ত বিষয়, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ‘ভুল তথ্য’ প্রচার, স্বাস্থ্যসেবা, সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
লর্ড ম্যালক-ব্রাউনকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের উচ্চ প্রত্যাশা মোকাবিলা করা সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।
বৈঠকে উন্নয়নকর্মী ড. মার্থা চেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]