দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে ৫৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
৮ ডিসেম্বর, রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’
এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টা অভিনন্দন জানিয়েছিলেন।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]