চলতি বছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ৫০ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। এ ছাড়া এখনও যারা এই সুযোগ নেননি, তাদেরকে তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আমিরাত সরকার চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে। এরইমধ্যে ৫০ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন। যারা এখনও এ সুযোগ নেননি, তাদের তা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমিরাত বিভিন্ন সময়ে তাদের ভিসানীতি পরিমার্জন করে থাকে। আমিরাতের ভিসা কবে খুলবে এটি সম্পূর্ণ তাদের বিষয়। জুলাইয়ের আগেই আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসানীতিতে পরিবর্তন আনে। জুলাইয়ের পর তাদের ভিসানীতি আরও কঠিন হয়েছে বলে মনে হচ্ছে।
রফিকুল ইসলাম বলেন, আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে ভিসা নিয়ন্ত্রণ বা সংকোচনের বিষয়ে কিছু বলেনি। তবে যেসব ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা পেতে সমস্যা হচ্ছে, তা আমিরাত কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হচ্ছে। তারা বিবেচনা করবে বা খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]