সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: উপদেষ্টা নাহিদ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৯:২৭
সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: উপদেষ্টা নাহিদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণঅভ্যুত্থান এবং সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।


১২ নভেম্বর, মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।


উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ষড়যন্ত্র হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাশের দেশের মিডিয়া গুলোতে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি দেশের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান তথ্য উপদেষ্টা।


গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পুনর্মূল্যায়ন করা হবে।


তিনি সংবাদকর্মীদের বকেয়া বেতন ভাতা যথা সময়ে মিটিয়ে দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।


মতবিনিময় সভায় পত্রিকার সম্পাদকরা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। যা স্বাধীন সাংবাদিকতার জন্য আশীর্বাদ। দেশে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের কার্যকর ভূমিকা রয়েছে। গত ১৬ বছর গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করলে দেশে ফ্যাসিবাদের উত্থান হতো না। মতবিনিময় সভায় ইংরেজি পত্রিকার জন্য আলাদা নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com