দুর্নীতিবাজ ঠিকাদাররা প্রকল্প পাবে না: পরিবেশ উপদেষ্টা
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৩:৫৮
দুর্নীতিবাজ ঠিকাদাররা প্রকল্প পাবে না: পরিবেশ উপদেষ্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এখন থেকে প্রকল্প দেয়ার ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবেন না বলে মন্তব্য করেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


পরিবেশ উপদেষ্টা বলেন, এখন থেকে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণ এবং প্রশাসনকে অবহিত করা হবে। প্রকল্প দেয়ার ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবেন না।


এছাড়াও শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ছোট-বড় যে কোনো প্রকল্প রাজনীতিমুক্ত, দলীয়মুক্ত ও সিন্ডিকেট মুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে প্রকল্প প্রণয়নে যাতে, কোনো দুর্নীতি না হয়-এমন নীতি প্রণয়ন করে, এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com