নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মো. শাহজালাল।
দগ্ধদের উদ্ধার করে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা মোহাম্মদ রুবেল জানান, রাতে সোনারগাঁয়ের সোনাপুর গ্রামে পানির লাইনের কাজ করার সময় গ্যাস পাইপের লিকেজে থেকে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন শ্রমিক দগ্ধ হন পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটউট এর জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৭ জন দগ্ধ রোগী এখানে এসেছে তাদেরকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে অবজার ভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ৫ জনকে ভর্তি রাখা হয়েছে দুই জন শংকামুক্ত।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]