অন্তর্বর্ন্তী সরকার আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
৫ নভেম্বর, মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।
বিবৃতিটি সিপিজে এশিয়ার ভেরিফায়েড ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, আওয়ামী লীগের সমর্থক বলে মনে করা আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন মঙ্গলবার অন্তর্বর্তী তথ্য মন্ত্রণালয়ের বাতিল করার খবরে সিপিজে উদ্বিগ্ন।
সাংবাদিকদের কাজের জন্য তাদের নিশানা বানাতে প্রেস অ্যাক্রিডিটেশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্তর্বর্তী কর্তৃপক্ষের উচিত নয়। এর ফলে গণমাধ্যম সেন্সরশিপের ঝুঁকিতে পড়বে।
উল্লেখ্য, রবিবার (৩ নভেম্বর) এক আদেশে ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের বিষয়টি জানায় তথ্য অধিদপ্তর। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]