রাজধানীর সড়কে রাতভর যৌথ বাহিনীর অভিযান
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:২৭
রাজধানীর সড়কে রাতভর যৌথ বাহিনীর অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার মোহাম্মদপুরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় প্রধান সড়কে অবৈধ অস্ত্র, মাদক ও অর্থপাচার রোধে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করেছে পুলিশ ও সেনাবাহিনী।


সোমবার (৪ নভেম্বর) রাতভর এ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী।


চলমান যৌথ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।


৫ আগস্ট পরবর্তী অনেকটা সময় পুলিশ মাঠে না থাকায়, ব্যাহত হয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। দিনের আলোতেই চলে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ কার্যক্রম। সন্ধ্যা হতেই ধারালো অস্ত্রধারী ছিনতাইকারীর আতঙ্কে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দেন রাজধানীর মোহাম্মদপুর, বসিলা, কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকার বাসিন্দারা।


যৌথ বাহিনীর সদস্যরা জানান, অপরাধী চক্রের বেশিরভাগই এসব অপরাধ ঘটানোর সময় মোটরসাইকেল আর প্রাইভেটকার ব্যবহার করেন। এছাড়া কৌশলে মাদক ও অবৈধ অর্থপাচারেও ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত পরিবহন। চলমান অভিযানে চিহ্নিত সন্ত্রাসীদের ধরতেও বিশেষ নজর রাখছে যৌথবাহিনী।


সেনাবাহিনীর মোহাম্মদপুর ক্যাম্পের কমান্ডার মেজর নিয়ামুল বলেন, অবৈধ অস্ত্র এবং দাগী আসামিদের ধরতে রেগুলার ডিউটির অংশ হিসেবে আমরা চেকপোস্ট বসিয়েছি। আমাদের সঙ্গে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরাও রয়েছেন।
গাড়ি থামিয়ে তল্লাশি চালানোয় সাময়িক অসুবিধা হলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এমন অভিযানকে ইতিবাচকভাবেই দেখছেন যাত্রীরা।


অভিযানে গাড়ির কাগজপত্র ও বেশ কয়েকজন হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীর নামে মামলা দেয় পুলিশ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com