ডিসি নিয়োগকে কেন্দ্র করে অর্থের লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরটি ‘ভুয়া’ এবং যে অভিযোগ উঠেছে তা মূল্যহীন বলে মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
এর আগে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
৩ অক্টোবর, বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ মন্তব্য করেন।
সিনিয়র সচিব বলেন, আমার মোবাইল হল স্যামসাং। তারা যেটা শো করেছে সেটি হলো আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কি দেখাল ওনাদের জিজ্ঞেস করবেন। আমি এটার বিষয়ে কিছুই জানি না।
তিনি বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আমার নিজের যে নাম্বার আছে সেটা আমি ব্যবহার করছি সরকারিভাবে।
এই নিউজের সত্যতা আছে কিনা, আপনি পদত্যাগ করবেন কিনা- প্রশ্নে সচিব বলেন, আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সঙ্গে কাজ করেছেন, বিন্দু-বিসর্গ যেখানে সত্যতা নাই, আপনাদের তিনটা নাম আমি উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন তাদের ভালো বলবই। এই প্রশ্ন করার আগে আপনি নিজেকে প্রশ্ন করেন কতটুকু যৌক্তিক হচ্ছে এই প্রশ্ন করা!
আপনি মানহানি মামলা করবেন কিনা- এ বিষয়ে তিনি বলেন, প্রথমে বলব যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পেছনে দৌড়াবো? না না। আমরা সরকারের পজিশনে থেকে জনগণের সঙ্গে কাজ করি। যেভাবে আছি সেভাবে কাজ করব। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন।
আপনাকে জড়িয়ে আরও একটি রিপোর্ট হয়েছে- এ বিষয়ে পদক্ষেপ বা কোনো কমিটি করার আহ্বান করবেন কিনা- প্রশ্নে সচিব বলেন, অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারীকে আমি মূল্যহীন বলে মনে করি। ইটস অ্যা ফেক নিউজ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]