যানজট সমস্যার সমাধান খুঁজতে পুলিশ-বিশেষজ্ঞদের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৮
যানজট সমস্যার সমাধান খুঁজতে পুলিশ-বিশেষজ্ঞদের নির্দেশ প্রধান উপদেষ্টার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার যানজট নিরসনের উপায় খুঁজতে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


১৬ সেপ্টেম্বর, সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।


এ সময় রাজধানীর ২ কোটি মানুষের জন্য ট্র্যাফিক সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের যানজট দূর করতে হবে। দ্রুতই একটি সমাধান খুঁজে বের করতে হবে।’


এসময় তিনি ট্র্যাফিক পুলিশকে যানজট সমাধানে পাইলট প্রকল্প নেওয়ারও নির্দেশ দেন। প্রাথমিকভাবে ২–৩টি মূল সড়কে ২ মিনিটের কম দূরত্বে বাস স্টপেজ না রাখা এবং পরবর্তীতে অন্য সড়কগুলোতেও একই পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।


এ সময় বুয়েটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে নিজস্ব পদ্ধতিতে অন্তত একটি এলাকায় এ সংকট সমাধানের উপায় বের করার তাগিদ দেন ড. ইউনূস। এছাড়াও স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাফিক সিগন্যাল পদ্ধতির ত্রুটি সারানোর ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা।


বৈঠকে বুয়েটের অধ্যাপক এবং পরিবহণ ও ট্র্যাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ মোয়াজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন করেন। তিনি জানান, যানজটের কারণে শুধু রাজধানীতেই প্রতি বছর ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।


ডিএমপির ট্র্যাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান জানান, সড়কে ট্র্যাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধির পর যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। এ সপ্তাহের শেষে সড়কে ট্র্যাফিক পুলিশের সংখ্যা আরও বাড়বে।


বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিস, বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com