গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, গণভবন জনগণের ছিল কতখানি? আমরা জনগণের জন্য এটি উন্মুক্ত করছি।
৭ সেপ্টেম্বর, শনিবার গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিন গণভবন পরিদর্শনকালে শিল্প উপদেষ্টার সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
আদিলুর রহমান খান বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছি। আমাদের পক্ষ থেকে যতদূর সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে যেন কাজ করা যায় সেই চেষ্টা করছি।
শিল্প উপদেষ্টা আরও বলেন, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে যে আচরণ করা হয়েছিল, কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারও প্রতি আর না হয় সেটি নিশ্চিত করবো।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]