জাতীয় সংগীত পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম ড. খালিদ হোসেন।
তিনি বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।
৭ সেপ্টেম্বর, শনিবার রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় মাদ্রাসা ছাত্রদেরও সম্পৃক্ত করা হবে। কেউ হামলার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে কিছু জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনায় খালিদ হোসেন বলেন, দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা হয়েছে। তবে সেগুলোর বেশির ভাগই রাজনৈতিক কারণে।
এসময় মাজারে হামলা নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, ক্রিমিনাল। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।
বিবার্তা/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]