শিক্ষকদের জোর করে পদত্যাগ করাতে হেনস্তা, মন্ত্রণালয়ের কড়া হুঁশিয়ারি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ২২:৫৭
শিক্ষকদের জোর করে পদত্যাগ করাতে হেনস্তা, মন্ত্রণালয়ের কড়া হুঁশিয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাম্প্রতিককালে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এমনকি শিক্ষকদের ব্যক্তিগভাবে হেনস্তা করাসহ তাদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে।


এমতাবস্থায় জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি করেছে। এ বিষয়ে জেলা প্রশাসকদের কাছেও তালিকা চাওয়া হয়েছে।


২৭ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (প্রশাসন ও সংস্থাপন শাখা) উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।


চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রধানদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে তাদের পদত্যাগ/অপসারণের দাবিতে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। কোথাও কোথাও শিক্ষকরা ব্যক্তিগতভাবে হেনস্তার শিকার হয়েছেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এরূপ অবস্থা মোটেই কাম্য নয়।


বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি, প্রো-ভিসি বা অন্যান্য কর্মকর্তা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন এবং প্রয়োজনে মহামান্য চ্যান্সেলর তাদেরকে আইন অনুযায়ী অপসারণ করতে পারেন। সরকারি স্কুল-কলেজের মতো প্রতিষ্ঠানের প্রধান বা অন্যদের এই বিভাগ বা মাউশি প্রয়োজনে বদলিসহ তদন্তক্রমে সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। অনুরূপভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্কুল ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/মাউশি কর্তৃক বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এক্ষেত্রে উক্ত শিক্ষক/কর্মকর্তার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ প্রেরণ করলে সংশ্লিষ্ট বিভাগ/দপ্তর তদন্ত বা অনুসন্ধান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।


সেখানে আরও বলা হয়, শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাঙ্গনের পরিবেশ উন্নতি বিধানে বাংলাদেশের জনপ্রশাসন সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশজন প্রতিনিধিদের সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অবহিত করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com