সাবেক আইজিপি-ডিবি হারুনসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৩:১৭
সাবেক আইজিপি-ডিবি হারুনসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সদ্য সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশীদসহ ১৫ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় মামলার আবেদন করেছে বিএনপি।



১৪ আগস্ট, বুধবার সকাল ১১ টায় রাজধানীর পল্টন থানায় সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। সালাহ উদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন।


২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে।


এর মধ্যে চলতি বছরের জুলাইয়ে পল্টনে বিএনপি কার্যালয়ে অস্ত্র বিস্ফোরক উদ্ধারসহ ভাঙচুর লুটপাটের অভিযোগে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।


সালাহ উদ্দিন খান বলেন, আমিসহ বিএনপির একটি টিম থানায় আছি। আমরা পৃথক দুটি মামলার আবেদন করেছি পল্টন থানায়। থানা পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com