শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর দেশজুড়ে ব্যাপক নাশকতার ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় এবার প্রধান বিচারপতির বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে।
৫ আগস্ট, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একদল লোক রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থিত ওই বাসভবনে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ পর ভবনের ভেতর থেকে ভাঙচুরের শব্দ শোনা গেছে। এছাড়া গণভবনের মতো এখান থেকেও অনেক মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
তবে তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ওই ভবনে অবস্থান করছিলেন কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডির কার্যালসহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়ে হাজার হাজার জনতা। সেখানকার সব জিনিসপত্র নিয়ে যায় বিক্ষোভকারীরা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]