ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুনসান নীরবতা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১০:৩৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুনসান নীরবতা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকাসহ সারাদেশে রবিবার সন্ধ্যা থেকে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এর ফলে ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে রয়েছে সুনসান নীরবতা।


মহাসড়কে যাত্রীর পাশাপাশি নেই যানবাহন চলাচল। মহাসড়কের দুই পাশে অবস্থিত বিভিন্ন দোকানপাটও বন্ধ থাকায় একেবারে ফাঁকা হয়ে রয়েছে। এছাড়া সকাল থেকেই মহাসড়কে বিক্ষোভকারীদের কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।


সোমবার (৫ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।


সরেজমিনে দেখা যায়, ব্যস্ততম এই মহাসড়কে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক কোনো যানবাহন চলাচল করছে না। অন্যান্য সময় রিকশা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেলেও এবার সেগুলোও নেই। এর ফলে কারফিউ থাকা সত্ত্বেও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা বিপাকে পড়েছেন।


আফজাল হোসেন নামে এক ব্যক্তি বলেন, স্ত্রীকে সাইনবোর্ডের প্রো অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাবো। তাই বের হয়েছিলাম। মহাসড়কে এসে দেখি একটা রিকশাও চলাচল করছে না। আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় অনেক সমস্যায় পড়ে গেলাম।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কিংবা কাঁচপুর হাইওয়ে পুলিশের কারো বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com