কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতার কারণে রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার।
কোনোরকম শিথিলতা ছাড়াই ঢাকাসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের এই কারফিউ।
৫ আগস্ট, সোমবার সকালে রাজধানী ঢাকার সড়কগুলো ফাঁকা দেখা গেছে। রাস্তায় গণপরিবহন একেবারেই দেখা যায়নি।
রিকশা, মোটরযুক্ত রিকশা আর ব্যাটারিচালিত অটোরিকশায় করে লোকজন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে বিভিন্ন স্থানে প্রশাসনের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
এদিকে, কোটা বিরোধী আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ। তবে পরিস্থিতি যেন কোনোভাবেই যেন সহিংসতার দিকে না যায়, সে জন্য শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
সোমবার সকাল ৭টার কিছুক্ষণ পর যাত্রাবাড়ীতে দেখা যায় পুলিশ সার্বিক প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া চেক করে করে ঢোকানো হচ্ছে রিকশা, অটোরিকশা, সিএনজি যাত্রীদের। একটু সামনে যেতেই দেখা যায় যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি হাতে আরও কিছু পুলিশ সদস্য।
গুলিস্তানে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। সেখানে পুলিশের উপস্থিতি তুলনামূলক কম। তবে চানখারপুলে ছিল ব্যাপক পুলিশের উপস্থিতি। যারা জরুরি প্রয়োজনে ঢাকা মেডিকেল বা অন্য কোথাও যাচ্ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেতে দেওয়া হয়। সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় আন্দোলনকারীকে দেখা যায়নি।
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় পুলিশ ও বিজিবির ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আল্লাহকরিম জামে মসজিদের সামনে পুলিশের ব্যারিকেড। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থা রয়েছে।
সোমবার (৫ আগস্ট) সকালে মহাখালী, বনানী, খিলক্ষেত, বাড্ডা, নতুনবাজার, এলাকার সড়কে গণপরিবহন তেমন চোখে পড়েনি। এসব জায়গার সড়কে অল্প কিছু সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও সেই সংখ্যাটাও হাতেগোনো। তবে রিকশা চলাচল ছিল তুলনামূলক বেশি। ফাঁকা রাস্তা পেয়ে সাঁই সাঁই গতিতে ছুটে চলছে এসব যান।
উত্তরা ও বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে পর্যন্ত, মোহাম্মদপুর, গাবতলী, আসাদ গেট, ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, তেজগাঁও এলাকার বিভিন্ন সড়কের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পুলিশ সদস্যদের সড়কে টহল দিতে দেখা গেছে।
সকাল পৌনে ৯টা নাগাদ এসব এলাকার দোকানপাট অধিকাংশ বন্ধ রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) বলেন, নিরাপত্তা ও সুরক্ষা বজায় রেখে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ অবস্থায় দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। কৌশলগত জায়গাগুলোর প্রতি বিশেষভাবে নজর রেখে কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, দেশজুড়েই সংঘাত-সংঘর্ষের ঘটনায় রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]