সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে জড়ো হওয়া আন্দোলনকারীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করে ও আগুন দেয় আন্দোলনকারীরা।
তবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাড়ি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা বলেন, বিএসএমএমইউতে আগুন লাগার খবর পেয়েছি। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না বলে জানান তিনি।
রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একদল বিক্ষোভকারী লাঠিসোঁটা হাতে শাহবাগে জড়ো হন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন।
দুই পক্ষ মুখোমুখি হলে বিক্ষোভকারীদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে ধাওয়া দিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএসএমএমইউর ভেতরে চলে যান।
পরে আন্দোলনকারীরা বিএসএমএমইউর ফটক ভেঙে ভেতরে ঢুকে হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করে, পুড়িয়ে দেয় কয়েকটি মোটরসাইকেল ও বাস। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ভবনে ঢিল ছুঁড়ে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালায়।
একপর্যায়ে হামলাকারীরা একটি ভবনে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও কর্মচারীরা প্রতিরোধ গড়েন। তাদের ধাওয়ায় হামলাকারীরা ফটকের দিকে চলে যায়।
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, “হাসপাতালে আক্রমণ কাম্য নয়। সবাইকে এই কাজ থেকে নিবৃত থাকা উচিত।”
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]