দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে কয়েকটি প্রস্তাব গ্রহণ করেছে ঐতিহ্যবাহী সঙ্গীত সংগঠন ছায়ানট।
৩ আগস্ট, শনিবার ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলীর সভাপতিত্বে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কার্যকরী পরিষদ কয়েকটি প্রস্তাব গ্রহণ করেছে।
প্রস্তাবগুলো হলো: জুলাই মাস জুড়ে সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে যে বিপুল প্রাণহানী ঘটেছে, ছায়ানট তাতে মর্মাহত এবং তার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছে।
নিহত ও আহতদের মধ্যে রয়েছে সাধারণ নাগরিকসহ শিশু, শিক্ষার্থী, সাংবাদিক এবং কর্মরত পুলিশ। আমরা প্রতিটি প্রাণহানীর স্বচ্ছ তদন্ত ও গ্রহণযোগ্য বিচার দাবি করছি।
কোটা-সংস্কার দাবির আন্দোলনকে ঘিরে বিটিভি, সেতুভবন, মেট্রো রেলসহ সারাদেশে জনগণের বিপুল সম্পদ ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। সংস্কারপন্থি ছাত্রনেতারা জানিয়েছেন, এই বিষযে তারা সম্পৃক্ত নন, সেক্ষেত্রে সব ধ্বংসযজ্ঞে যারা জড়িত, তদন্তসাপেক্ষে আমরা তাদের বিচার ও শাস্তি দাবি করছি।
সামগ্রিক বিবেচনায় জনমনে এই প্রাণহানী ও নানা ক্ষয়ক্ষতির কারণে গভীর ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। ছায়ানট এ সম্পর্কিত সকল গুজব পরিহার করে অরাজক পরিস্থিতির অবসান ও সকলের স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন প্রত্যাশা করে।
ছায়ানট সবার স্মরণে আনতে চায় যে, মুক্তিযুদ্ধে লক্ষ মানুষের আত্মদানে বাংলাদেশের জন্ম হয়েছে এবং এই ভাবাদর্শের রাষ্ট্র গঠন সর্বজনের দেশপ্রেমিক দায়। এই চেতনার ব্যত্যয় যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছে ছায়ানট।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]